রাজস্থানের জয়পুরে রবিবার বসেছিল মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ প্রতিযোগিতার আসর। গুজরাটের মেয়ে রিয়া সিং মিস ইউনিভার্স ২০২৪ এর মুকুট জয়লাভ করেন। গতকাল ২২ সেপ্টেম্বর রাজস্থানের জয়পুরে এই বিজয়ী নাম ঘোষণা করা হয়।
রিয়া সিং ভারতের গুজরাটের মেয়ে। তিনি গুজরাটের জিএলএস ইউনিভার্সিটি এর পারফর্মিং আর্টস এ স্নাতক করেছেন। গতকাল রোববার ইভেন্টের পর মিস ইউনিভার্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে তাদের পেজে রিয়ার বিজয়ের মুহূর্ত শেয়ার করে। মিস ইউনিভার্স ইন্ডিয়া পোস্টের জন্য ব্যাকগ্রাউন্ড সংগীত হিসেবে ব্রিটিশ রক ব্র্যান্ড কোল্ড ক্লিয়ার আইকনিক গান মাই ইউনিভার্স বেছে নিয়েছেন তিনি।
মিস ইউনিভার্স ইন্ডিয়া মুকুট জয়ের পরে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন রিয়া সিং। তিনি বলেন এই খেতাব অর্জন করে আমি খুবই কৃতজ্ঞ। আমি অনেক কঠোর পরিশ্রম করেই এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এই জয়ের জন্য আমি নিজেকে যোগ্য করে তুলেছি এবং আমি নিজেকে যোগ্য মনে করি। আগে যারা এই খেতাব অর্জন করেছিলেন তাদের থেকেও আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি।
মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর বিচারক আসনে ছিলেন ২০১৫ মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী নারী উর্বশী রাউটেলা। রিয়ার মাথায় তিনি তুলে দেন মিস ইউনিভার্স ২০২৪ এর বিজয়ী ক্রাউন। এখন তিনি লড়াই করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় ভারতের পক্ষ থেকে। আগামী নভেম্বর মাসে ১৬ তারিখে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৪। মেক্সিকোতে আয়োজন করা হবে এই প্রতিযোগিতার। রিয়ার নজর থাকবে এখন সেই দিকেই।