ব্যালন ডি’অরে-২০২৪,কে পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অরে-২০২৪,কে কী পুরস্কার জিতলেন

খেলাধুলা
Spread the love

রিয়াল মাদ্রিদের বয়কটে কিছুটা হলেও রং হারানো রাতে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতেই উঠেছে ব্যালন ডি’অর। ব্যালন ডি’অরে-২০২৪,কে কী পুরস্কার জিতলেন? প্যারিসে রদ্রির মতো আর কে কে ট্রফি হাতে নিতে পারলেন…

পুরুষদের ব্যালন ডি’অর
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)

নারীদের ব্যালন ডি’অর
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

মেন্স ইয়োহান ক্রইফ  ট্রফি (পুরুষদের বর্ষসেরা কোচ )
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (নারীদের বর্ষসেরা কোচ)
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)

হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)

লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)
হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

পুরুষদের বর্ষসেরা ক্লাব
রিয়াল মাদ্রিদ

নারীদের বর্ষসেরা ক্লাব
বার্সেলোনা

আরও পড়ুন তাবিথ আউয়াল বাফুফের নতুন সভাপতি। সঙ্গে থাকছেন যারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *