প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস

জাতীয় নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস

সর্বশেষ
Spread the love

গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। উল্লেখযোগ্য বিষয় গুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন, ব্যাংকিং খাতে সুশাসন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা, উপদেষ্টাগণের সম্পদের হিসাব, আদালতে আসামিদের উপরে হামলা, অপরাধীদের শাস্তি নিশ্চিত, নির্বাচন কমিশনের সংস্কার এবং শেখ হাসিনার সরকারের ধ্বংস।

জাতীয় নির্বাচন কখন হবে

গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষনে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস। তিনি বলেন নির্বাচন কখন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। জাতীয় নির্বাচন কখন হবে সেটি এই সরকারের সিদ্ধান্ত নয় সেটি দেশবাসি ঠিক করবে কখন হবে। দেশবাসি যখন বলবেন যে এই সরকারকে বিদায় নিতে হবে তখন আমরা বিদায় নেব। দেশের সংকটময় অবস্থায় ছাত্রদের আহবানে আমরা এই দায়িত্ব নিয়েছি। এ সরকার সর্বশক্তি দিয়ে এই দায়িত্ব পালন করার চেষ্টা করবে। 

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চাপে পড়ে গত ৫ ই আগস্ট হাসিনা সরকার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ৮ ই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে শপথ নেন ডঃ মুহাম্মদ ইউনুস। ছাত্র জনতার পক্ষ থেকেই আহ্বান করা হয়েছিল ডঃ মোঃ ইউনুস যেন প্রধান উপদেষ্টা হন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকালই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন ডঃ মুহাম্মদ ইউনুস। 

গত ৮ ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে। আরো দুই-একজন উপদেষ্টাকেও অন্তর প্রতি সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউ কেউ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু বিব্রত হয়েছে। এর পেছনেও যথার্থ কারণ রয়েছে। কেননা এই সরকার গঠন করা হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে বিদায় দিয়ে এই অন্তবর্তী সরকার গঠন করেছে। এরপরে কত ১৬ বছর ধরে বাংলাদেশের যে স্বৈরশাসন ছিল তার ফলে দেশের বিভিন্ন কাঠামো দুর্নীতিগ্রস্ত হয়ে ভেঙে গিয়েছিল। রাষ্ট্রীয় সকল সেক্টরের দলীয়করণ করা হয়েছিল। পুলিশ প্রশাসন একদম ভেঙে পড়েছিল। 

এমতবস্থায় এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান চ্যালেঞ্জ ছিল নিরাপত্তা নিশ্চিত করা। ফলে জাতীয় নির্বাচন কবে দেওয়া যাবে এটি নির্ধারিত করে বলা সম্ভব ছিল না। কেননা আগে তো দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। নাগরিকের জীবন যাপনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই কারণগুলোর জন্য হয়তো এই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে কোন কথা বলতে পারেনি। তাই অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বিভিন্ন মহলের এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে। 

ডঃ মোঃ ইউনুস বলেন একটা বিষয় সবাই জানতে আগ্রহী তা হল কখন আমাদের এই সরকার বিদায় নেবে। তিনি বলেন এটার জবাব আপনাদের হাতে কখনো আপনারা আমাদেরকে বিদায় দিবেন। আমরা কেউ দেশ শাসন বা পরিচালনার মানুষ নই। আমরা নিজ নিজ কর্মস্থলে কাজ করি আনন্দ পাই। দেশের সংকটময় অবস্থায় ছাত্র জনতার আহবানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের সর্বশক্তি দিয়ে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমাদের সকল উপদেষ্টা মন্ডলী এ বিষয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছি। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন জাতীয় নির্বাচন কখন হবে সেটা আপনাদের সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এই সরকারের সিদ্ধান্ত নয়। সেটা জনগণের সিদ্ধান্ত। আপনারা যখন চলে যেতে বলবেন চলে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *