ভিরাট কোহলির ৪ লাখ টাকা

ভিরাট কোহলির ৪ লাখ টাকা জরিমানা

খেলাধুলা
Spread the love

অস্ট্রেলিয়ায় চলমান ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোন টেস্টে স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারতীয় তারকা ব্যাটসমান বিরাট কোহলি যে শাস্তির মুখোমুখি হতে চলেছেন, সেটি বোঝা গিয়েছিল ঘটনার আক্ষরিক অর্থ দেখেই। সেই শাস্তির ঘোষণাটাই এসেছে মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষে আনুষ্ঠানিকভাবে। আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ান অভিষিক্ত তরুণ ওপেনারকে পিচের মধ্যে ধাক্কা দেওয়ায় ম্যাচ পরিচালনাকারী চার আম্পায়ার ভিরাট কোহলির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন,ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সেটি আমলে নিয়ে ভারতীয় তারকার বিরুদ্ধে শাস্তি আরোপ করেছেন ।

আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন। ২০ শতাংশ হিসেবে কোহলিকে মেলবোর্ন টেস্টে ৩ লাখ রুপি জরিমানা দিতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই কোহলিকে জরিমানা দিতে হয়েছে কনস্টাসকে দৃষ্টিকটুভাবে ধাক্কা দেওয়ায়। অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভার শেষে কনস্টাস হাতের গ্লাভস খুলে মাঠের অন্য প্রান্তের দিকে যাওয়ার পথে কোহলি এসে তাঁর কাঁধে ধাক্কা দেন। এ নিয়ে কনস্টাস ও কোহলির মধ্যে কথা কাটাকাটি হলে উসমান খাজা ও আম্পায়াররা এসে দুজনকে থামান।

আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  ভিরাট কোহলির বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, এই আচরণবিধি আইন ‘আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা সাপোর্ট স্টাফ, দর্শকসহ অন্য কোনো ব্যক্তির সাথে শারীরিক সংযোগে’র সঙ্গে সম্পর্ক যুক্ত।

মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন, টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এবং চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ কোহলির বিরুদ্ধে অভিযোগ এনেছেন । ভিরাট কোহলি নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচ রেফারি হিসেবে শততম ম্যাচে দায়িত্ব পালন করা পাইক্রফট কোহলির বিরুদ্ধে শাস্তি আরোপ করেন। ইতিহাসের চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে শততম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন পাইক্রফট।

আরও পড়ুন বিশ্বের সবচেয়ে বড় ১০ ক্রিকেট স্টেডিয়াম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *