দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান নিকোলাস মাদুরো। মধ্যরাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের প্রধান এলভিস আমরোসো নিশ্চিত করেছে।
যদিও ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। তারা বলেছে, ভোটের ফলাফল চ্যালেঞ্জ করা হবে। তবে নির্বাচনের ফলাফলে চূড়ান্ত।
বিজয়ী ঘোষণা করা হয়েছে মাদুরোকে। এর মধ্যদিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো।
দীর্ঘ ২৫ বছর ভেনেজুয়েলার ক্ষমতায় আছে সমাজতন্ত্রী পিএসইউভি পার্টি। হুগো চাভেজের নেতৃত্বে দলটি প্রথম ক্ষমতায় আসে। ২০১৩ সালে চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো।