নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে স্থানীয় যুবদলের কর্মী সমাবেশে যোগ দিতে মিছিল আয়োজন করা হয়। স্থানীয় এক যুবদল নেতা সেই মিছিলে স্লোগান দিতে গিয়ে হঠাৎ মাটিতে ঢলে পড়েন । হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘটেছে এ ঘটনা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওই যুবদল নেতার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত যুবদল নেতার নাম মো. ওমর ফারুক (৩৫)। তিনি হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন ফারুক। ওই ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে ছিলেন।
হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ওরফে আজাদ বলেন, গতকাল সন্ধ্যায় উপজেলার চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই সমাবেশে যুবদল নেতা ফারুকের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে আসে। ফারুক মিছিল চলাকালীন অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। নাকমুখ দিয়ে ফেনা বের হয়ে আসে তাঁর। ফারুককে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোজাম্মেল হোসেন আরও বলেন, মো. ওমর ফারুক দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, মিছিলে তাঁর মৃত্যু হৃদ্রোগে আক্রান্ত হয়ে হয়েছে।’
এদিকে যুবদল নেতা মো. ওমর ফারুকের মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান এবং জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান শোক প্রকাশ করেছেন। তাঁরা ওমর ফারুকের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।