আইপিএলে দল পেলেন না তারকা

আইপিএলে দল পেলেন না যেসব তারকা

খেলাধুলা
Spread the love

গত ২৪ ও ২৫ নভেম্বর আইপিএল এর মেগা নিলাম হল আরবের জেদ্দায়। সেই নিলামে বিশ্বের বাঘা খেলোয়াড় বিক্রি হয়নি। এই অবিক্রির তালিকায় রয়েছে ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। সর্বোচ্চ ৬২টি ফিফটি করেছেন আইপিএলে । সানরাইজার্স হায়দরবাদকে  অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নও করেছেন। সাড়ে ৬ হাজারের বেশি রান আছে । তবে আসেই ডেভিড ওয়ার্নারের এত কিছু আইপিএলেদল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। আইপিএল নিলামে ওয়ার্নারের নাম দুবার ওঠার পরও কোনো দল কে আগ্রহ দেখায়নি।

দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওয়ার্নারের পরই আসবে কেইন উইলিয়ামসনের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানসের হয়ে ১০টি মৌসুম খেলেছেন সাবেক এই কিউই অধিনায়ক। ১৮টি ফিফটিতে করেছেন ২১২৮ রান।

তবে এবারও তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এর পেছনে উইলিয়ামসনের স্ট্রাইকরেট বড় প্রভাব ফেলতে পারে। আইপিএলে সব মিলিয়ে ১২৫ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন উইলিয়ামসন। আইপিএলের বর্তমান বাস্তবতার সঙ্গে যা যায় না।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথও দল পাননি। আইপিএলে ৯ মৌসুম খেলা এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেটও ১৩০–এর নিচে। ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর দল না পাওয়া অবশ্য কিছুটা অবাক করার মতোই ঘটনা।

গত মৌসুমেও ব্যাটিং করেছেন ১৫২ স্ট্রাইকরেটে। এর আগের মৌসুমেও ১১ ম্যাচ খেলেন, রান করেছেন মাত্র ২৫৩। ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার জেমস অ্যান্ডারসনও এবার নিলামে নাম দেন। ৪২ বছর বয়সী এই পেসারের প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দল না পাওয়াও বড় ঘটনা। এই পেসার  চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া এর আগে নিলামে প্রতিবারই দল পেয়েছেন।

এমনকি ২ কোটি ভিত্তিমূল্যের ভারতীয় পেসার শার্দুল ঠাকুর নিলামে দল পাননি। এই অলরাউন্ডারের দল পাওয়াটাই ছিল প্রত্যাশিত। আইপিএলে ৯৪ উইকেট নেওয়া এই পেসারের দাম কত উঠবে সেটা নিয়েই আলোচনা হচ্ছিল। তবে নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র। দল পাননি ড্যারিল মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও।

আরও পড়ুন বুমরার অ্যাকশন কেন অবৈধ নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *