বিপিএলে রাজশাহীর নতুন অধিনায়ক

বিপিএলে রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

খেলাধুলা
Spread the love

মাঝপথে বিপিএলের অধিনায়ক পাল্টানো নতুন কোন বিষয় নয়। পূর্বেও এমন হয়েছে, এবারও হলো তাই। দুর্বার রাজশাহী এনামুল হককে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় পাঁচে রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল।

বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সে জন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে। এ ছাড়া দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের একপর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে, সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে।

তাসকিনকে অধিনায়কত্ব দেওয়া প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলতি বিপিএলে বাকি ম্যাচগুলোর জন্য অভিজ্ঞ পেসার তাসকিন আমাদের নতুন অধিনায়ক।’

এনামুল ও তাসকিন দুজনেই এবার বিপিএলে সেরা পারফরমারদের তালিকায় আছেন। ৮ ইনিংসে ৫৪ গড় ও ১৪১.৪৮ স্ট্রাইক রেটে ১ সেঞ্চুরিসহ ৩২৪ রান করা এনামুল এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের সমান ইনিংসে ১৮ উইকেট নেওয়া তাসকিন সর্বোচ্চ উইকেটশিকারি।

গতকাল খুলনা টাইর্গারসের বিপক্ষে এনামুল হক বিজয়৫৭ বলে ১০০ রানে অপরাজিত থাকলেও শেষ ওভারে দলকে জেতাতে না পারায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটু আবেগতাড়িত হয়ে পড়েন । টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এনামুলকে নিয়ে বলা হয়, ‘ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত। যেটা তাকে দলের প্লে-অফে ওঠার বিষয়ে আরও বেশি মনোযোগী রাখবে বলে আমরা মনে করি।’

আরও পড়ুন ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *