খেলাধূলায় - ২০২৫: কবে, খেলা

খেলাধূলায় – ২০২৫: কবে, কার, কোন খেলা

খেলাধুলা
Spread the love

বছর একটা শেষ হয়ে গেল আবার নতুন বছর চলমান,কিন্তু খেলাধূলার দুনিয়ায় ব্যস্ততা থাকবে সেই একই ধারাতেই। ২০২৫ সালেও ব্যস্ত থাকবে খেলাধূলায়, দেশে, বিদেশে সব জায়গাতেই। বাংলাদেশ দলের অংশগ্রহণ আছে এবং বৈশ্বিক অঙ্গনে গুরুত্বপূর্ণ— এমন সব খেলার আয়োজনের সূচি দেখে নিন বছরের প্রথম দিনেই।

জানুয়ারি

ওয়েস্ট ইন্ডিজ – বাংলাদেশ (নারী ক্রিকেট): অ্যাওয়েতে, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস): ১২-২৬ জানুয়ারি, মেলবোর্ন।

অ-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেট: ১৮ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, মালয়েশিয়া।

ফেব্রুয়ারি

চ্যাম্পিয়ন ট্রফি – (ক্রিকেট): ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

মার্চ

বাংলাদেশ–জিম্বাবুয়ে (ক্রিকেট): দেশের মাটিতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ–ভারত ফুটবল (এশিয়ান বাছাই): ২৫ মার্চ, ভারত।

আইপিএল (ক্রিকেট): ১৪ মার্চ-২৫ মে, ভারত।

এপ্রিল

লন্ডন ম্যারাথন (অ্যাথলেটিকস): ২৭ এপ্রিল, লন্ডন। 

মে

বাংলাদেশ–পাকিস্তান (ক্রিকেট): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ফ্রেঞ্চ ওপেন (টেনিস): ২৫ মে-৮ জুন, প্যারিস।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (ফুটবল): ৩১ মে, মিউনিখ, জার্মানি।

জুন

বাংলাদেশ–শ্রীলঙ্কা (ক্রিকেট): অ্যাওয়েতে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ–সিঙ্গাপুর ফুটবল (এশিয়ান বাছাই): ১০ জুন, ঢাকা।

ফিফা ক্লাব বিশ্বকাপ (ফুটবল): ১৪ জুন-১৩ জুলাই, যুক্তরাষ্ট্র।

উইম্বলডন (টেনিস): ৩০ জুন-১৩ জুলাই, লন্ডন, ইংল্যান্ড।

জুলাই

মেয়েদের ইউরো (ফুটবল): ২-২৭ জুলাই, সুইজারল্যান্ড।

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ: ১১ জুলাই-৩ আগস্ট, সিঙ্গাপুর।

আগস্ট

বাংলাদেশ–ভারত (ক্রিকেট): দেশের মাটিতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ইউএস ওপেন (টেনিস): ২৫ আগস্ট-৭ সেপ্টেম্বর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

সেপ্টেম্বর

ফিফা অ-২০ বিশ্বকাপ ফুটবল: ২৭ সেপ্টেম্বর-১৯ অক্টোবর, চিলি।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (ক্রিকেট): সেপ্টেম্বর-অক্টোবর, ভারত।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ: ১৩-২১ সেপ্টেম্বর, টোকিও, জাপান।

অক্টোবর

ওয়েস্ট ইন্ডিজ – বাংলাদেশ(ক্রিকেট): দেশের মাটিতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ–হংকং ফুটবল (এশিয়ান বাছাই): ৯ অক্টোবর, ঢাকা।

বাংলাদেশ–হংকং ফুটবল (এশিয়ান বাছাই): ১৪ অক্টোবর, হংকং।

ফিফা অ-১৭ বিশ্বকাপ ফুটবল: ৫-২৭ নভেম্বর, কাতার।

এটিপি ফাইনালস (টেনিস): ৯-১৬ নভেম্বর, তুরিন, ইতালি।

নভেম্বর

বাংলাদেশ–ভারত ফুটবল (এশিয়ান বাছাই): ১৮ নভেম্বর, ঢাকা।

বাংলাদেশ–আয়ারল্যান্ড (ক্রিকেট): দেশের মাটিতে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।

অ্যাশেজ (ক্রিকেট): ২১ নভেম্বর-৮ জানুয়ারি ২০২৬, অস্ট্রেলিয়া।

ডিসেম্বর

বাংলাদেশ–ভারত (নারী ক্রিকেট): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।

আফ্রিকার কাপ অব নেশনস (ফুটবল): ২১ ডিসেম্বর ২০২৫-১৮ জানুয়ারি ২০২৬, মরক্কো।

আরও পড়ুন বিপিএল টিকিট দাম কত, কীভাবে পাওয়া যাবে

 

1 thought on “খেলাধূলায় – ২০২৫: কবে, কার, কোন খেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *