শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা।

আন্তর্জাতিক সর্বশেষ
Spread the love

দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আজ শুক্রবার শ্রীলংকার নির্বাচন কমিশন ঘোষিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

কমিশন সূত্রে বলা হয়, নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিল করার শেষ সময় আগামী ১৫ আগস্টের মধ্যে ।বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের অধীনে নির্বাচন হতে পারে বলে নির্বাচনে জড়িতদের ধারণা। 

 

ভারত মহাসাগর বেষ্টিত শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার  মধ্যে ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ।

২০১৯ সালে পাঁচ বছরের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন রাজাপক্ষে।ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশ থেকে পালিয়ে যায় তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া।

রাজাপক্ষে। তিনি পদত্যাগ করলে মেয়াদের বাকি সময় দায়িত্ব পালনের জন্য দেশটির পার্লামেন্ট বিক্রমাসিংহেকে নির্বাচিত করে।২০২২ সালের জুলাই মাসে নতুন প্রেসিডেন্ট হন ৭৫ বছর বয়সী বিক্রমাসিংহে।গণতন্ত্রের জন্য নির্বাচন আহ্বান করা অত্যন্ত জরুরি। তবে এখন নির্বাচন কমিশনকে সেসব কাজ করতে দেওয়া উচিত, যা করার জন্য এটি দায়বদ্ধ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।

 

২০১৯ সালে পাঁচ বছরের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন রাজাপক্ষে। তিনি ক্ষমতা হারানোর পর মেয়াদের বাকি সময় দায়িত্ব পালনের জন্য দেশটির পার্লামেন্ট বিক্রমাসিংহেকে নির্বাচিত করে।

 

দেশটির সাধারণ জণগ্ণ মনে করেন, গণতন্ত্রের জন্য নির্বাচন আহ্বান করা অত্যন্ত জরুরি। তবে এখন নির্বাচন কমিশনকে সেসব কাজ করতে দেওয়া উচিত, যা করার জন্য এটি দায়বদ্ধ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *