সাকিবকে নিষিদ্ধ করল

সাকিবকে নিষিদ্ধ করল ইসিবি

খেলাধুলা
Spread the love

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে । একই সাথে ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। চলতি মাসের প্রথম দিকে বোলিং পরীক্ষায় অ্যাকশন অবৈধ হওয়ায় সাকিবের বিরুদ্ধে  এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।

বোলিং অ্যাকশনে ত্রুটি

ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সে দিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তাঁর অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন ৪৪৭টি ম্যাচ, নিয়েছেন ৭১২ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টিও খেলছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন। সে ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার হাত ঘুরিয়ে নেন ৯ উইকেট।

তবে প্রায় এক মাস পর সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে । পরীক্ষাগারে ৪ ওভার বোলিং করেন তিনি। নিয়মানুযায়ী বোলারের কনুই বল ডেলিভারির সময় ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে।

ইসিবির সাকিবকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে বল করতে ইংল্যান্ডের বাইরে কোনো বাধা নেই বাংলাদেশের এই তারকা খেলোয়াড়ের।

আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *