ক্রোম ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি,৬ নিরাপত্তাসুবিধা

ক্রোম ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি,৬ নিরাপত্তাসুবিধা ব্যবহার করুন

তথ্যপ্রযুক্তি
Spread the love

ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে জনপ্রিয় ক্রোম ব্রাউজার। গুগলের তৈরি ব্রাউজারটি ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই ব্যবহার করেন। যার ফলে ক্রোম ব্রাউজার লক্ষ্য করে সাইবার অপরাধীরা নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে। তবে ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে রক্ষার জন্য বেশ কিছু নিরাপত্তাসুবিধা রয়েছে ক্রোম ব্রাউজারে, যা অনেকেই জানেন না। নিরাপত্তাসুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

ওয়েবসাইটের নোটিফিকেশন আসা বন্ধ

ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে এক বা একাধিক নোটিফিকেশন বার্তা দেখা যায়। এর ফলে গুরুত্বপূর্ণ কাজ করতে সমস্যা হওয়ার পাশাপাশি নোটিফিকেশন বার্তায় ক্লিক করার ফলে যন্ত্রে ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা থাকে। ক্রোম ব্রাউজারের সেটিংসে প্রবেশ করে সহজেই ওয়েবসাইটের নোটিফিকেশন আসা বন্ধ রাখা যায়।

ওয়ান টাইম ওয়েবসাইট পারমিশন

গুগল ক্রোম ব্রাউজারে ‘গ্র্যান্ট ওয়ান টাইম ওয়েবসাইট পারমিশন’ নামে বিশেষ একটি সুবিধা রয়েছে। এ সুবিধার ফলে যেকোনো ওয়েবসাইটের জন্য যন্ত্রের বিভিন্ন তথ্য সংগ্রহের সাময়িক অনুমতি দেওয়া যায়। অর্থাৎ শুধু একবার তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার ফলে পরবর্তী সময় তথ্য সংগ্রহ করতে পারে না ওয়েবসাইট।

পাসওয়ার্ড ম্যানেজার

গুগল ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে তা সংরক্ষণ করা যায়। ফলে পাসওয়ার্ড জটিল হলেও তা মনে রাখার প্রয়োজন হয় না। এমনকি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ডও তৈরি করা সম্ভব।

ইনকগনিটো মোড

ইনকগনিটো মোড সুবিধা চালু থাকলে ব্যবহারকারীর সার্চ ইতিহাস, কুকিজ ও ডাউনলোডের তথ্য ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা হয় না। ফলে ইন্টারনেট ব্রাউজিংয়ে নিরাপদ থাকা যায়। নিউ ইনকগনিটো ট্যাপ করে ক্রোম ব্রাউজারে তিনটি ডট মেনুতে ট্যাপ করার পর এ মোড ব্যবহার করা যায়।

এক্সটেনশন ব্যবস্থাপনা

ক্রোম ব্রাউজারে অতিরিক্ত বাড়তি সুবিধা নিতে অনেকেই এক বা একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে ভুয়া ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে থাকে । সংগ্রহ করা তথ্যগুলো বিক্রি করার পাশাপাশি গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থও চুরি করে তারা। এ সমস্যা সমাধানে ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে দ্রুত সন্দেহজনক বিভিন্ন এক্সটেনশন মুছে ফেলা যায়।

এনহ্যান্সড সেফ ব্রাউজিং

ক্রোম ব্রাউজারের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তাসুবিধা হলো ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’। এ সুবিধা চালু থাকলে সন্দেহজনক বা ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলে ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করে থাকে গুগল। ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচনের মাধ্যমে ক্রোম ব্রাউজারের সেটিংসে প্রবেশ করে বিভাগ থেকে ‘সেফ ব্রাউজিং’ এ সুবিধা সহজেই চালু করা সম্ভব।

 আরও পড়ুন  স্লিপম্যাক্সিং কী, এর উপকারিতা কেমন?

1 thought on “ক্রোম ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি,৬ নিরাপত্তাসুবিধা ব্যবহার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *