জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে । আজ মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান। মতবিনিময় সভায় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীও বক্তব্য দেন।
মোখলেস উর রহমান বলেন, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সব এলাকার দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশন দুটি বিভাগ করার পরামর্শ দেবে।
এ সময় সচিব বলেন, ‘আমরা ম্যাপ করে দিয়েছি, এই দুটি বিভাগ করতে গেলে দু–একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগে দিতে হবে, । এটা একটা বড় সিদ্ধান্ত। কোন কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হয়েছে। সব বিভাগকে টাচ করা হয়নি এং একটি ম্যাপ দেখলেই বোঝা যাবে, সামনে ১০টি বিভাগ । এখানে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহকে থেকে নেওয়া হয়েছে, যাতে ফরিদপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সে রকম হয়। আমরা দিয়েছি, সরকার যদি মনে করে ১০টা বিভাগ করবে, ভালো।’
আরও পড়ুন খালেদা জিয়া সাত বছর পর জনসমক্ষে