ছাত্রলীগের ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন

ছাত্রলীগের ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি

বাংলাদেশ
Spread the love

পার্বত্য জেলা রাঙামাটি মেডিকেল কলেজের (রাঙামেক) ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি জানায়। শাস্তি পাওয়া শিক্ষার্থীরা সবাই নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাঙামাটি মেডিকেল কলেজ শাখার নেতা-কর্মী বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

ছাত্রলীগের শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আয়াদ শরিফ, সহসাধারণ সম্পাদক বিক্রমাদিত্য চাকমা, ছাত্রলীগ নেতা মো. ইমতিয়াজ হোসেন, অভিজিৎ কুমার বৈদ্য, সৃজন কান্তি দে ও সিং সিং এমং মারমা। এঁদের মধ্যে আয়াদ শরিফকে দুই বছরের জন্য একাডেমি কার্যক্রম থেকে ও আজীবন কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়। বাকিদের তিন মাসের জন্য কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়। ১ ফেব্রুয়ারি থেকে এই শাস্তি কার্যকর হবে।

কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বহিরাগত ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। এ সময় বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। তখন কলেজের অভিযুক্ত ৬ শিক্ষার্থী হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে সহযোগিতা করেন। ওই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন।

এই ঘটনার পর রাঙামাটি মেডিকেল কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. হাবিবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর ওই ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত কমিটির প্রধান ও জ্যেষ্ঠ শিক্ষক মো. হাবিবুল ইসলাম চৌধুরী বলেন, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। যাঁদের শাস্তি দেওয়া হয়েছে, তাঁরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।

আরও পড়ুন মাদ্রাসা থেকে শিশু অপহরণ, সিসিটিভিতে দেখা গেল

1 thought on “ছাত্রলীগের ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *