প্রাথমিকে আসছে ৫১৬৬ পদের বিজ্ঞপ্তি, সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ ।

চাকরির খবর
Spread the love

সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সব প্রাথমিক বিদ্যালয়ে পদ দুটিতে শিক্ষক নিয়োগ না দিয়ে ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যাবতীয় নিয়োগবিধি সংশোধনের পরই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি।

 

 একটি জেলা-উপজেলায় ২০ থেকে ২৫টি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয়। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে ২ হাজার ৫৮৩টি। প্রত্যেক ক্লাস্টারের জন্য শূন্য পদে একজন করে সংগীত ও শারীরিক শিক্ষক নেওয়া হবে। ওয়ি হিসেবে প্রতি ২০ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন করে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাঁদের সহকারী শিক্ষক হিসেবে বেতন ও যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে।যে ক্লাস্টারের অধীনে নিয়োগ প্রাপ্ত হবে তিনি ,স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ দেবেন।

ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট ৫ হাজার ১৬৬ জনশিক্ষক নিয়োগ দেওয়া হবে।সংগীত বিষয়ে ২ হাজার ৫৮৩ জন ও শারীরিক শিক্ষা বিষয়ে ২ হাজার ৫৮৩ জন এই দুই বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে।পদ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯–এ অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে।সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক নিয়োগের জন্য প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা, কীভাবে নিয়োগ দেওয়া হবে—এসব বিষয় নির্ধারণ  করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ সংশোধনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলে জানানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর এক কর্মকর্তা।তিনি আরও জানান সংশোধনের বিষয়টি সময়সাপেক্ষ। আগামী তিন মাসের মতো সময় লাগতে পারে। নিয়োগবিধি সংশোধনের পর আগামী পাঁচ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

 

10 thoughts on “প্রাথমিকে আসছে ৫১৬৬ পদের বিজ্ঞপ্তি, সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ ।

  1. Купить экран для проектора: на что обратить внимание при выборе
    экран проекционный купить [url=http://www.ehkrany-dlya-proektorov-1.ru]http://www.ehkrany-dlya-proektorov-1.ru[/url] .

  2. Где найти автозапчасти для иномарок по лучшим ценам
    интернет магазин автозапчасти для иномарок [url=http://www.avtozapchasty-dlya-inomarok.ru]http://www.avtozapchasty-dlya-inomarok.ru[/url] .

  3. Профессиональные услуги грузоперевозок по Москве и области — Доставим всё, от коробки до контейнера
    грузовые перевозки [url=http://gruzoperevozki-777.ru/]http://gruzoperevozki-777.ru/[/url] .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *