আজ বুধবার আফ্রিকার দেশ সুদানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪৬ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার রাতে সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী খার্তুমের আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।
ওয়াদি সেদিনা বিমানঘাঁটির পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে সেনাসদস্য ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
খার্তুমের আঞ্চলিক সরকারের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ৪৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এর আগে সেনা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা বিকট বিস্ফোরণের শুনতে পান। এরপর ওই এলাকার কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী কর্মীরা শিশুসহ আহত বেসামরিক লোকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন সামরিক বাহিনীর একটি সূত্র।
আরও পড়ুন টিকটক ভিডিও, বাবার হাতে মেয়ে খুন