সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

আন্তর্জাতিক
Spread the love

সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে ক্ষমতা গ্রহণের পর মোহাম্মদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছে । মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন আগামী ১ মার্চ পর্যন্ত  বলে ।

 রবিবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা আকস্মিক এক আক্রমণে রাজধানী দামেস্ক দখল করে ক্ষমতাচ্যুত করলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

‘শীর্ষ কমান্ড আমাদের ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে’ বলে রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্টে বশিরের নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে তাকে ‘নতুন সিরীয় প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বশিরকে এই পদে নিয়োগের আগে তিনি উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের তথাকথিত স্যালভেশন সরকারের প্রধান ছিলেন এবং এর আগে উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্যালভেশন সরকারের রাজনৈতিক বিষয়ক বিভাগের একটি সূত্রও মঙ্গলবার জানায়, বশির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন।  

আরও পড়ুন বিশ্বের সবচেয়ে শীতল ১০টি স্থান

1 thought on “সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *