গত আগস্ট মাসের ৫ তারিখের পূর্বে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনে গুলিতে চার শতাধিক ব্যক্তির চোখ নষ্ট হয়েছে। জুলাই এবং আগস্ট সবমিলিয়ে প্রায় ৩৬ দিনের আন্দোলন হয়েছিল ওই সময়। আন্দোলনের তীব্রতা যত বাড়তে থাকে ছাত্র জনতার উপরে পুলিশের গুলি এবং ছাত্রলীগের গুলি তত বাড়তে থাকে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ৬৫০ জনের মত লোক নিহত হয়েছিল ওই আন্দোলনে। প্রায় ১৮ হাজার মানুষ আহত হয়েছিল ওই আন্দোলনে এমন তথ্য পাওয়া যায়। ৪০১ জনের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন জুলাই আন্দোলনে।
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ১৭ তারিখ থেকে আগস্ট মাসের ২৭ তারিখ পর্যন্ত ৮৫৬ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৭১৮ জনকে হাসপাতাল এ ভর্তি করানো হয়। চোখে অস্ত্র পাচার করতে হয়েছে ৫২০ জনের। দুই চোখেই নষ্ট হয়ে গেছে ১৯ জনের এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। বিরোধী ছাত্র আন্দোলনে ৪০১ জনের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে।
১৯ জনের দুই চোখ দৃষ্টি হারানো ব্যক্তি গুলোর মধ্যে ছাত্র সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ রয়েছেন। দুই চোখের দৃষ্টি হারানোর ব্যক্তি গুলোর মধ্যে ৬ জন ছাত্র একজন শ্রমিক একজন গাড়িচালক চাকরিজীবী রয়েছেন দুজন করে। ৬ জন ব্যক্তির পেশা শনাক্ত করা সম্ভব হয়নি। হাসপাতালে তথ্য অনুযায়ী চোখে আঘাত পাওয়া ব্যক্তি গুলোর মধ্যে বিভিন্ন বয়সের লোক রয়েছে। প্রায় ৬৩ জন ব্যক্তির বয়স ১৮ বছরের কম। ১০ বছরের কম রয়েছে চারজন।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য অনুযায়ী সেখানে ৫৭৯ জনের তথ্য পাওয়া গিয়েছে। এদের মধ্যে ৫৯৮ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। যারা এখানে চিকিৎসা নিয়েছিলেন তাদের মধ্যে ১৫৯ জনই শিক্ষার্থী। চাকরিজীবী রয়েছেন ৫৩ জন শ্রমজীবী রয়েছেন ৪৯ জন, ব্যবসায়ী ৩৫ জন, রিক্সা ভ্যান চালক অটোরিকশাচালক গাড়িচালক ২৯ জন, দোকানদার ও কর্মী ১১ জন, গৃহিনী ৭ জন মেকানিক ৭ জন এর বাইরে শিক্ষক ও পুলিশ ২জন করে চারজন এবং চিকিৎসক রয়েছে ১ জন। তবে ২২৪ জনের পেশা জানা যায়নি।