স্বাদুপানির অনেক প্রজাতি বিলুপ্তির

স্বাদুপানির অনেক প্রজাতি বিলুপ্তির মুখে

তথ্যপ্রযুক্তি
Spread the love

পৃথিবীর প্রায় ১০ শতাংশ মৎস্য প্রজাতির বাস স্বাদুপানিতে । অনেক সামুদ্রিক ও স্থলজ প্রাণীর মতোই স্বাদুপানির মাছের সংখ্যা কমছে। মিঠাপানিতে পাওয়া অনেক মাছের প্রজাতি প্রায় বিলুপ্তির মুখে এখন। বিজ্ঞানীরা ক্রাস্টেসিয়ান পরিবারের কাঁকড়া, ক্রেফিশ, চিংড়ি, ড্রাগনফ্লাই ও ড্যামসেল্ফির মতো পোকামাকড়সহ প্রায় ২৩ হাজার ৪৯৬টি প্রজাতির অবস্থান মূল্যায়ন করেছেন। বিজ্ঞানীরা দেখছেন, এগুলোর মধ্যে ২৪ শতাংশ মাছ বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বর্তমানে মাছের সংখ্যা বিভিন্ন ধরনের প্রচলিত হুমকির কারণে কমছে। শিল্প, পানিদূষণ, নদীতে বাঁধ ও কৃষির জন্য পানি সরবরাহের কারণে মাছের সংখ্যা কমছে। আরও আছে আক্রমণাত্মক প্রজাতির বিকাশের কারণে অনেক মাছের বিলুপ্তি ঘটছে। নেচার জার্নালে মাছের বিলুপ্তি নিয়ে এই গবেষণা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের বিজ্ঞানী ক্যাথরিন সায়ার বলেন, এরই মধ্যে অনেক মাছের বিলুপ্তি ঘটেছে। সুলাওয়েসির মিনি ব্লু  বি চিংড়ি, সেশেলস ডুসখাওকার ড্রাগনফ্লাই, ব্রাজিলের আটলান্টিক হেলিকপ্টার ড্যামসেলফ্লাই, যুক্তরাষ্ট্রের আরকানসের ডেইজি বরোয়িং ক্রেফিশসহ অনেক প্রাণী হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।

গবেষকেরা বলেছেন, বিভিন্ন অঞ্চলে ১৯৭০ সাল থেকে এক–তৃতীয়াংশেরও বেশি মাছ হ্রাস পেয়েছে৷ শুধু মাছ নয়, অন্য অনেক স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ ও উভচর প্রাণীর অবস্থা বেশ হুমকির মুখে পড়েছে। নতুন গবেষণায় বলা হয়েছে, স্বাদুপানির প্রাণী গোষ্ঠীর মধ্যে ৩০ শতাংশ ক্রাস্টেসিয়ান, প্রায় ২৬ শতাংশ মাছ এবং ড্রাগনফ্লাই ও ড্যামসেলফ্লাইয়ের ১৬ শতাংশ  প্রজাতিক হুমকির মুখে আছে। গবেষকরা বিশ্বব্যাপী চারটি স্থান চিহ্নিত করেছেন যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মিঠাপানির প্রজাতি রয়েছে। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ, দক্ষিণ আমেরিকার টিটিকাকা হ৶দ এবং পশ্চিম ভারত ও শ্রীলঙ্কার অঞ্চলে বেশি স্বাদুপানির মাছ পাওয়া যায়। এসব এলাকার অনেক মাছ হুমকির মুখে আছে।

আরও পড়ুন ল্যাপটপে যেভাবে মুখের কথার বিভিন্ন কাজ করা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *