‘মুজিব’ শব্দটি কেটে দিলেন জামায়াতের

‘মুজিব’ শব্দটি কেটে দিলেন জামায়াতের কর্মীরা

বাংলাদেশ
Spread the love

জামায়াতে ইসলামীর কর্মীরা যশোরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের (মুজিব সড়ক) বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লেখা ‘মুজিব সড়ক’ থেকে ‘মুজিব’ শব্দটি কেটে দিয়েছেন । আজ শুক্রবার সকালে জামায়াতের কর্মী সম্মেলনে শহরের ঈদগাহ মাঠে আসা কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করেন।

এ ব্যাপারে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, ‘এটা আমার নলেজে নেই। এমনটা তো হওয়ার কথা নয়। এমন কোনো নির্দেশনাও ছিল না। শেখ মুজিবের নাম থাকতেই পারে। তাই বলে কেউ ইচ্ছে করে কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড নষ্ট করা যাবে না এবং তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দলীয় সূত্রে জানা যায়, আজ সকালে যশোর ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির শফিকুর রহমান। জামায়াতের নেতা-কর্মীরা সকাল আটটা থেকে যশোর ও আশপাশের জেলা ও উপজেলা থেকে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মী সম্মেলনে যোগ দিতে আসা কর্মীরা যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে অবস্থিত লেখা মুজিব সড়ক থেকে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে দেন । পরে তাঁরা একই সড়কে প্রেসক্লাব যশোরের সাইনবোর্ডে, যশোর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, সরকারি মা ও শিশুকল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড থেকে মুজিব অংশটি কেটে দিয়ে সাইনবোর্ডগুলো ক্ষতিগ্রস্ত করেন।

এদিকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি কেটে ফেলার দৃশ্য দেখা যায়। ভিডিওতে একজন নিজেকে জামায়াতের কর্মী দাবি করে প্রেসক্লাবের সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে দেন। ভিডিওটিতে বলতে থাকেন, ‘এ দেশে মুজিব বলে কোনো শব্দ থাকবে না।’ এর পর থেকে অনেকে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনা-সমালোচনা করছেন।

নিজের ফেসবুকে যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন ওই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমার প্রশ্ন, সরকার এই সড়কের নাম কি পরিবর্তন করেছে? আপনার কাছে ব্লেড কেন, আপনি এসেছেন জামায়াতের কর্মী সম্মেলনে? আমি নিশ্চিত, সড়কের নাম পরিবর্তন করেনি সরকার। তাহলে নাম কেটে দেওয়ার আপনি কে?…একে আইনের আওতায় আনা হোক।’

জানতে চাইলে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, এটি আসলেই ঘৃণিত কাজ। তাঁরা জেলা জামায়াতের নেতাদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

যোগাযোগ করলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছেন। তবে কেউ এ ব্যাপারে অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন পদ্মায় বিশাল আকৃতির কুমির জেলের জালে ধরা পড়ল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *