আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে সারাদেশের ন্যায় খুলনায় দল গোছাতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন সামনে রেখে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটে কমিটি গঠন করার পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনার ছয়টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
আজ রোববার নগরের আল ফারুক সোসাইটিতে এক সমাবেশে খুলনার তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে আরও তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সমাবেশে আব্দুল খালেক বলেন, ‘বহু রক্তের বিনিময়ে আজকে আমরা নিশ্বাস ফেলে কথা বলার বাংলাদেশ পেয়েছি। এখন আবার বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র-জনতার অংশগ্রহণে যে গণবিপ্লব, নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বিপর্যস্ত করার জন্য নতুন কোনো চক্রান্ত করা হলে তা প্রতিহত করা হবে।’
দলীয় সূত্রে জানা যায়, খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা ১৬-৩১ নম্বর ওয়ার্ড) কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন এবং খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী ১-১৫ নম্বর ওয়ার্ড আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মহানগর আমির মাহফুজুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়।
খুলনা-৪ আসনে (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও আসনটির সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনা ছয়টি আসনের সব কটিতে প্রার্থী ঘোষণা করল। এ ছাড়া সাতক্ষীরার চারটি ও বাগেরহাটের চারটি আসনেও জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমির এমরান হুসাইন, নায়েবে আমির কবিরুল ইসলাম, মহানগর নায়েবে আমির নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, আ ন ম আব্দুল কুদ্দুস, আবু বকর সিদ্দিক, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন, সেক্রেটারি রাকিব হাসান প্রমুখ।
আরও পড়ুন ৬ মাস গণ-অভ্যুত্থানের: সাবেক মন্ত্রী, এমপি, আমলারা গ্রেপ্তার
1 thought on “খুলনায় জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা”