বাংলাবাতায়ন

আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ: সেনাপ্রধান

সর্বশেষ
Spread the love

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য সদস্যদের  শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

 সেনাবাহিনীর প্রধান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য সদস্যদের সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন।তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। 

সেনাবাহিনী প্রধান সংবাদ মাধ্যমকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *