ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

খেলাধুলা
Spread the love

আসন্ন  চ্যাম্পিয়নস ট্রফির জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই ভরসা রেখে দল ঘোষণা করেছে ভারত। যশপ্রীত বুমরার থাকা না–থাকা নিয়ে অনেক কথা শোনা গেলেও দলে রাখা হয়েছে বুমরাকে। চোটের কারণে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর ভারত দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই। সহ–অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। এখনো ওয়ানডে খেলেননি, দলে এমন খেলোয়াড় একজনই—যশস্বী জয়সোয়াল।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির আগে দেশে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও এই দলটিই খেলবে। শুধু বুমরাকে নিয়ে অনিশ্চয়তার কারণে এই সিরিজের দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে বুমরাকে পাওয়া যাবে কি না, এই সংশয়ের কারণেই রাখা হয়েছে হর্ষিত রানাকে।

শামি ওয়ানডে দলে ফিরলেন সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আর ভারতের হয়ে খেলেননি শামি। বিশ্বকাপের পর অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করিয়েছিলেন। ভুগেছেন হাঁটুর সমস্যায়ও।

চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে বিশ্বকাপের সর্বোচ্চ (২৪) উইকেটশিকারি ছিলেন শামি। এর আগে তাঁকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলেও রাখা হয়েছে।

দলে উইকেটকিপার আছেন দুজন—লোকেশ রাহুলের সঙ্গে আছেন ঋষভ পন্ত। অলরাউন্ডার আছেন ৪ জন। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা—এই ৩ জন স্পিন বোলিং অলরাউন্ডারের সঙ্গে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

অস্ট্রেলিয়া সফরে সেঞ্চুরি করে আলোচনায় আসা নীতীশ রেড্ডিকে নিয়ে আলোচনা হলেও দলে সুযোগ পাননি। ব্যাটিং বিভাগ থাকবে যথারীতি রোহিত আর কোহলির নেতৃত্বে। থাকছেন শ্রেয়াস আইয়ারও।

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর,  ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা , কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল।

আরও পড়ুন টেস্ট সিরিজ হবে দুই স্তরের

1 thought on “ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *