আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত তাদের দল পাকিস্তানে পাঠাবে কি না, এ নিয়ে অনেক দিন ধরেই ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। সে আলোচনা আবার কিছুটা উত্তেজনা ছড়িয়ে ছিল। প্রথমে ভারতের সংবাদ সংস্থা একটি খবর দেয় যে বিসিসিআইয়ের দেওয়া হাইব্রিড মডেলে সম্মত হয়েছে পিসিবি। এ খবরের পাল্টা দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এটাকে ভিত্তিহীন খবর বলে আখ্যা দেয়। সর্বশেষ ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি কে জানিয়ে দিয়েছে,ভারত পাকিস্তানে দল পাঠাবে না।
পাকিস্তানের সামা টিভির সেই খবরের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম খবর দেয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় আছে। টাইমস অব ইন্ডিয়ার এ খবরের প্রতিক্রিয়ায় লাহোরে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। নাকভির এ কথার পর আজ জানা গেল, পাকিস্তানে খেলতে না যাওয়ার বিষয়টি বিসিসিআই আইসিসিকেও জানিয়ে দিয়েছে।
ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে দিয়েছে যে ভারত সরকার পাকিস্তানে দল পাঠাবে না। আট দলের চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত।
ভারতের এ সিদ্ধান্তের পর পিসিবিকে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য নতুনভাবে পরিকল্পনা করতে হবে। সে পরিকল্পনায় নিশ্চিত করেই আসবে হাইব্রিড মডেলের বিষয়টি। আর গতকাল টাইমস অব ইন্ডিয়ার খবরে তো বিসিসিআইয়ের সূত্র বলেই দিয়েছিল যে তারা হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে দুবাইকে পছন্দ করেছে। এর আগে ২০২৩ সালের এশিয়া কাপও হয়েছিল এই মডেলে। সে সময় ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়।