দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ওয়েনাদ জেলায় ভয়াবহ একাধিক ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। কেরালায় ভূমিধসে নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশী। এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ। ভারতের উদ্ধার কর্মীদের মাধ্যমে জানা যায় এখনো বিভিন্ন জায়গায় আটকে রয়েছে আরো প্রায় শতাধিক মানুষ।
ভূমিধসের পাশাপাশি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
২৯ জুলাই সোমবার মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনাগুলো ঘটে।
সোমবার মধ্যরাতের পর মঙ্গলবার সকাল থেকে অবিরাম বর্ষণের কারণে ওয়েনাদ জেলার পার্বত্য এলাকা মেপ্পাদিতে এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বর্ষণের ফলে মাত্র চার ঘণ্টার মধ্যে তিন-তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। আর তাতেই এই প্রাণহানীর ঘটনা ঘটেছে।
ঘটনার পর দুর্গত মানুষদের উদ্ধার কাজে সহায়তা করার জন্যপুলিশের পাশাপাশি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণার মোকাবিলা বাহিনী, রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী, পাশাপাশি মোতায়ন করা হয়েছে সেনাবাহিনীকেও।