কোচ বাটলার থাকলে, গণ অবসরের

কোচ বাটলার থাকলে, গণ অবসরের হুমকি

খেলাধুলা
Spread the love

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের মানসিক হয়রানি ও উৎপীড়নসহ কোচ পিটার বাটলারের  বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর অধীনে না খেলার ঘোষণা দিয়েছেন । বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ব্রিটিশ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তাঁরা।

বাফুফে ভবনে আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব ঘোষণা দেন সাবিনা খাতুন, মনিকা চাকমাসহ ১৮ ফুটবলার।

কোচ বাটলারের বিরুদ্ধে মেয়েদের বিদ্রোহের খবর এবারই নতুন নয়। গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানের সময়ই এ নিয়ে আলোড়ন উঠেছিল। তবে কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পেয়েছে এ সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলে মেয়েরা তাতে অংশ নেননি।

বাটলার আজ সকালে জিম সেশন আয়োজন করলে তাতে বাফুফে ভবনে অবস্থিত ক্যাম্পে থাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। সন্ধ্যার পর বাকি ১৭ জন ভবনের নিচে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি লিখিত বক্তব্য দেন। বক্তব্যে একযোগে পদত্যাগের (মূলত অবসর) ঘোষণা দেন । এতে সই করেন ঋতুপর্ণা,  সাবিনা, মনিকা, সানজিদা,মাসুরাসহ ১৭ সিনিয়র ফুটবলার।

আরও পড়ুন বিপিএলে রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

1 thought on “কোচ বাটলার থাকলে, গণ অবসরের হুমকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *