আমি পদত্যাগ করেছি,শেখ হাসিনা

আমি পদত্যাগ করেছি , ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : শেখ হাসিনা

সর্বশেষ বাংলাদেশ
Spread the love

ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগ করার পর এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী অভিযোগ করেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর ষড়যন্ত্র  রয়েছে।আমি পদত্যাগ করেছি , ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : শেখ হাসিনা

গতকাল শনিবার তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। খোলা চিঠি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে। এছাড়া একাধিক সংবাদ মাধ্যম বার্তাটি প্রকাশ করেন।

 শেখ হাসিনা বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম।’ তিনি আরও উল্লেখ্য করেন, এক ‘শ্বেতাঙ্গ’ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলেন। তাঁকে বলা হয়, সেন্ট মার্টিনে বিমানঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন। এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন শেখ হাসিনা।

‘আমি শিগগিরই ফিরব, ইনশা আল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণের। আমি নিজেকে সরিয়ে নিয়েছি।  তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো। আরও অনেক সম্পদহানি হতো এইসব মনে করে বঙ্গবন্ধু কন্যা।

আওয়ামীলীগের প্রধান আরও জানান, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে (দেশে) আছেন, তাঁরা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’

1 thought on “আমি পদত্যাগ করেছি , ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : শেখ হাসিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *