রানের স্কোর
পাকিস্তান: ২৭২ ও ১৭২
বাংলাদেশ: ২৬২ ও ১৮৫/৪
ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
প্রথম টেস্টে ১০ উইকেট এ জয়লাভ করার পর এবার দ্বিতীয়টিতে জয়লাভ করল বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে ঐতিহাসিকভাবে টেস্ট সিরিজ জয় করল বাংলাদেশ। এর আগে বিদেশের মাটিতে বাংলাদেশ আর মাত্র দুইটি টেস্ট জয়লাভ করতে পেরেছিল। সে দুটি হল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে। দেশের বাহিরে এটি বাংলাদেশের তৃতীয় জয়। প্রতিপক্ষ, প্রেক্ষাপট, অবস্থান সবকিছু বিবেচনা করলে এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক বিজয়।
পঞ্চম দিনের মাথায় বাংলাদেশের দরকার ছিল ১৪৩ রানের। আগের দিন সংগ্রহ করা ছিল ৪২ রান, ৭ ওভার খেলতে হয়েছিল। পঞ্চম দিনে সেই জুটিতেই যোগ হলো আরো ১৪ রান। দলীয় ৫৮ রানে আউট হন জাকির এবং ৭০ রানে আউট হন ওপেনার সাদমান। মীর হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে আউট হয়েছেন জাকির। ওপেনার সাদমান ফেরেন ২৪ রান করে।
অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং মমিনুল মিলে নতুন জুটি বেঁধে খেলা শুরু করেন। দুজনে মিলে ২০ ওভারে করেন ৫৭ রান। এতক্ষণে ম্যাচ বাংলাদেশের অনুকূলে চলে এসেছে।
কিন্তু লাঞ্চের পর ভালো করতে পারেনি নাজমুল হাসান শান্ত। ব্যক্তিগত ৩৮ রান করে আউট হয়ে যান তিনি। জয়লাভ করতে এখনও বাংলাদেশের প্রয়োজন ৫৮ রান। কিন্তু এরপরও পিছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। যদিও দিতে হয়েছে আরেকটি উইকেট মমিনুল হককে। আবরার আহমেদের বলে ৩৪ রান করে আউট হয়ে ফিরে মমিমুল হক। এরপর জয়ের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।
সব মিলিয়ে পঞ্চম বারের মত টেস্ট সিরিজ জয়ের স্বাদ রইল বাংলাদেশ। এর আগে দুটি করে টেস্ট সিরিজ জয়লাভ করা আছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে। এটি বাংলাদেশের পঞ্চম টেস্ট সিরিজ জয়। কিন্তু বিদেশের মাটিতে জয়লাভ করা ছিল দুটি টেস্ট। সেই হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়লাভ বিদেশের মাটিতে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় লাভের ইতিহাস রয়েছে বাংলাদেশের। এর সাথে নতুন করে যুক্ত হলো ২০২৪ সালের পাকিস্তান টেস্ট সিরিজ জয়।
প্রথম টেস্টে বাংলাদেশ ১০ উইকেট হারিয়েছে পাকিস্তানকে। দ্বিতীয় টেস্টে হারালো ৬ উইকেটে। কদিন আগেই শ্রীলংকার সাথে ২-০ তে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। এমন নাজুক দল পেয়ে খুশি ছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডির এই টেস্ট নিয়ে বাসিত-আলি তো বলেই বসেছিলেন একমাত্র বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাতে। পাকিস্তান তাদের নিজেদের মাটিতে এভাবে ধাবলধোলাই হয়ে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছে। বাংলাদেশের জন্য অর্জিত হয়ে গেল এক ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়।
2 thoughts on “ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করলো বাংলাদেশ”