জার্মানির উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা বিপক্ষে ম্যাচ ছিল গ্রুপসেরা নিশ্চিত করার। আর এই ম্যাচেই গুণে গুণে ৭ গোল দিয়েছে জার্মানি। উয়েফা নেশনস লিগের ইতিহাসে বসনিয়ার বিপক্ষে জার্মানির ৭-০ ব্যবধানই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
রেকর্ড গড়া ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস এবং টিম ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।
ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়নে হওয়া ম্যাচটিতে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুসিয়ালা। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লেইনডিয়েনস্ট। বরুসিয়া মনশেনগ্লাডবাখে খেলা এই ফরোয়ার্ড গত মাসে বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন। একই প্রতিপক্ষকে আবার সামনে পেয়ে করেছেন নিজের প্রথম গোল।
ম্যাচে ৩৭তম মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ আরেকটি গোল করলে জার্মানি ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৫০ ও ৫৭ মিনিটে টানা দুটি গোল করেন বায়ার লেভারকুসেনে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস।
ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে। আর ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন ৭৯তম মিনিটে।
উবড় এই জয়ের ফলে গ্রুপ এ৩-এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস ৫ পয়েন্ট পেছনে।
কোচ ইউলিয়ান নাগলমান দলের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই বেশ খুশি । বড় জয়ের প্রতিক্রিয়ায় কোচ বলেন, ‘ আমাদের কেউ এই ম্যাচে চোটে পড়েনি। আমাদের প্রতি আক্রমণও ছিল অসাধারণ মানের।
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে জার্মানির পরের ম্যাচ হাঙ্গেরির বিপক্ষে। উয়েফা নেশনস লিগের ৬ বছরের ইতিহাসে কোনো দল ৭ গোল করল এই প্রথম।