ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক

ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ
Spread the love

মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্যসচিব করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২৩ ডিসেম্বর ২৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ২০৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৪৯ জনকে সদস্য করা হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের যুগ্ম আহ্বায়ক ও ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের সদস্য দেওয়া হয়।  

‘দীর্ঘ ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সুদীর্ঘ এই সময়ে যারা দলের জন্য নিবেদিতপ্রাণ ছিল, সবাইকে রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদল আগামীর ইতিহাস রচনা করবে।’ বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন। 

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহত্তর ইউনিট। ‘ফ্যাসিস্ট আওয়ামীলিগের কারণে ছাত্রদলের নেতা–কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। গত আংশিক কমিটিতে সবার নাম আসেনি। এখন সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেন সবাই ছাত্রদলের পরিচয় বহন করতে পারেন।’

আরও পড়ুন খুলনায় জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

 

1 thought on “ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *