যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে। ট্রাম্পের উপর গুলিবর্ষণের খবরই জানবেন আজকের এই আলোচনায়।
সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার।
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে পেনসিলভানিয়ার বাটলার কাউন্টিতে একটি র্যালির সময়। ১৩ জুলাই, ২০২৪ তারিখে, এক শুটার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ট্রাম্প আহত হন এবং তার কানে আঘাত পান। ট্রাম্পকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে জানানো হয় যে তিনি ভালো আছেন। হামলায় এক দর্শক নিহত এবং দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন। হামলাকারী, ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস, ঘটনাস্থলেই সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন।সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে মাত্র ১২০-১৫০ মিটার দূর থেকে গুলি ছুড়েছে সন্দেহভাজন হামলাকারী। সিএনএনের বিশ্লেষণে বেরিয়ে এসেছে ওই বন্দুকধারীর ভৌগলিক অবস্থান। গণমাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে পেনসিলভ্যানিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশের মঞ্চে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। ট্রাম্পের ডান কানের উপরের অংশে গুলি স্পর্শ করেছে। এতে ট্রাম্প রক্তাক্ত হয়েছেন।
সিক্রেট সার্ভিসকে উদ্বৃত করে সিএনএন জানিয়েছে, বন্দুকধারী সমাবেশের বাইরে একটি উচু ভবনের ছাদে অবস্থান নিয়েছিল। সেখান থেকে সে একাধিক গুলিবর্ষণ করেছে। তবে সে পুরোপুরি সফল হতে পারেনি। পরে এক সিক্রেট সার্ভিসের সদস্যের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। এর পাশাপাশি আরেকজন দর্শকও সেখানে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।