ডাচ্‌–বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ

ডাচ্‌-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

বাংলাদেশ
Spread the love

ডাচ্‌-বাংলা ব্যাংকের লেনদেন আগামী বছরের শুরুতে পাঁচ দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ব্যাংকটির গ্রাহকেরা এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না । তবে ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট ও ক্রেডিট কার্ড এর লেনদেন চালু থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে,  ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যাংকিং সফটওয়্যার নতুন কোর হালনাগাদ করার জন্য মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে । ব্যাংকটির কোনো গ্রাহক এ সময়ের মধ্যে কোন শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে। সেই হিসাবে মূলত ডাচ্‌-বাংলা ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে দুই দিন।

বর্ষপঞ্জিকা অনুযায়ী, বুধবার ১লা  জানুয়ারি ব্যাংক হলিডে। শুক্র ও শনিবার ৩ ও ৪ জানুয়ারি যা সাপ্তাহিক ছুটির দিন। ফলে মূলত ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ২ জানুয়ারি বৃহস্পতিবার ও ৫ জানুয়ারি রোববার । কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করতে ব্যাংক বন্ধ রাখার বিষয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়। তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সম্মতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, ‘বছরের শুরুর দিকে ব্যাংকিং লেনদেনের চাপ অনেক কম থাকে। তাই সফটওয়্যার হালনাগাদের জন্য যেন গ্রাহকসেবার মান আরও উন্নত করতে পারি এজন্য আমরা এই সময়টাকে বেছে নিয়েছি।’

আরও পড়ুন কৃষক গুপ্তধন ভেবে গ্রেনেড বাড়িতে রেখেছিলেন

1 thought on “ডাচ্‌-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *