স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ২১১

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১১

আন্তর্জাতিক
Spread the love

পাঁচ দশকের মধ্যে স্পেনে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে।। উদ্ধারকর্মীরা উদ্ধার কার্যক্রম চালাতে বেশ হিমশিম খাচ্ছেন । স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যায় মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটিতে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনো ঝুঁকির মুখে আছে বিভিন্ন এলাকা। এর মাঝেই চলছে উদ্ধারকাজ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নেই সুপেয় পানির সরবরাহ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, মানুষের জীবন বাঁচানো।’

স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির জেরে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রচন্ড বন্যায় ভাসিয়ে দিয়ে যায় বিভিন্ন সড়ক, সেতু ও ভবন। মানুষকে বাড়ির ছাদে উঠতে এবং গাছ আঁকড়ে ধরে পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষ কে দেখা যায়। এদিকে বন্যায় নিহতের জন্য দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া গত বুধবার দেশটির পার্লামেন্টে বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন জার্মানির বার্লিন দেয়াল ভেঙে একত্রিত হয়েছিল ৪৫ বছর পর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *