বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে চার সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। চলতি সপ্তাহের মধ্যেই তারা একটি নির্বাহী কমিটি করতে যাচ্ছে। পাশাপাশি বর্তমান আহ্বায়ক কমিটিও চলতি মাসের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এ ছাড়া কাজের সুবিধার জন্য চলতি মাসের মধ্যে সাংগঠনিক টিম বা সেল গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রাজধানীর দিলু রোডের রূপায়ন টাওয়ারে গতকাল বুধবার বিকেলেবৈষ ম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ১৫৮ জন সাবেক সমন্বয়কদের সভায় এ সিদ্ধান্ত হয়। বিকেল থেকে কয়েক ঘণ্টা ধরে চলা এই সভা ডাকা হয়েছিল চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়। আন্দোলন একপর্যায়ে গণ–অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র–জনতার সেই অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। আন্দোলন পরিচালনায় ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ২২ অক্টোবর সমন্বয়ক টিম বাতিল করে চার সদস্যের আহ্বায়ক কমিটি করে । হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করে কমিটি গঠিত হয়। এই কমিটি দিয়েই এখন সংগঠনটির কার্যক্রম চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করা শুরু করেছে।
অভ্যুত্থানের ১০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে বিলুপ্ত সমন্বয়ক টিমের সবাইকে নিয়ে সভা আহ্বান করেন আবদুল হান্নান মাসউদ। সভা শেষে সাবেক সমন্বয়ক আবদুল কাদের বলেন, সমন্বয়ক কমিটিতে থাকা ১৫৮ জনকে নিয়ে আলোচনা সভা করা হয়েছিল। নানা সমালোচনা- বিতর্ক কিংবা আগামীতে কমিটি কীভাবে চলবে, এসব বিষয়ে যার যার মতামত দিয়েছেন। এ জন্য সভা দীর্ঘ সময় ধরে চলেছে।
আরও পড়ুন পাগলা কুকুরের কামড়ে হবিগঞ্জে আহত ১৫০