ভর্তি

একাদশের ভর্তি কার্যক্রম আবার শুরু

শিক্ষা সর্বশেষ
Spread the love

 ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ ছিল।শিক্ষা বোর্ডের নির্দেশে সারা দেশে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রম আজ থেকে আবার শুরু হয়েছে যা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

 অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতেশিক্ষার্থীদের ক্লাস আগামী ৬ আগস্ট শুরু হবে।

 

উল্লেখ্য, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। কিন্তু ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম সাময়িক স্থগিত হয়ে যায়।

২০২৪ সালে  এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে কৃতকার্য লাভ করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় ১ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন।একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে  সারাদেশের কলেজ গুলোতে ২৫ লাখের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *