প্রধান উপদেষ্টার ধর্মীয় নেতাদের সঙ্গে

প্রধান উপদেষ্টার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক

বাংলাদেশ
Spread the love

দেশে সকল ধর্মীয় নেতাদের সঙ্গে চলমান পরিস্থিতি  নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ।  রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এই বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ, বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক, কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং হেফাজতে ইসলামের সাজেদুল হকের নেতৃত্বে কয়েকজন আলেম অংশ নিয়েছেন।

বাসসের খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা বিকেল ৪টা ২২ মিনিটে বৈঠকস্থলে আসেন।

দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন, বলে জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর গতকাল বুধবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে দেশে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন ডাচ্‌-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *