বাংলাদেশ ক্রিকেট দল এই মুহুর্তে রয়েছে ক্যারিবিয়নে, সেখানে ওয়েস্ট উইন্ডিজের সাথে পূর্নাঙ্গ সিরিজ খেলার জন্য। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। দুই ম্যাচের টেস্টে প্রথম টেস্টে একাদশে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের থাকাটা নিশ্চিতই। দলে আছেন আরও দুই উইকেটকিপার ব্যাটসম্যান—জাকের আলী ও মাহিদুল ইসলাম। অ্যান্টিগা টেস্টে এই দুজনেই মধ্যে জায়গা পেতে পারেন যেকোনো একজন। যার অর্থ, বলাই যায় দুজনের মধ্যে প্রতিদ্বন্দিতা চলছে। একাদশে জায়গা পেতে লড়াই করা এই দুই উইকেটকিপারকে মুখোমুখি দাঁড় করিয়েছে বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির অফিশিয়াল পেজে প্রকাশিত ভিডিওতে একে অন্যের সাক্ষাৎকার নিয়েছেন জাকের-মাহিদুল।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে জাকের-মাহিদুল—দুজনেরই টেস্ট অভিষেক । জাকেরের অভিষেক হয়েছিল ঢাকা টেস্টে । ২ রানে প্রথম ইনিংসে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেছিলেন । ঠিক পরের চট্টগ্রামে টেস্টে চোটে জাকের ছিটকে গেলে হঠাতই জাতীয় দলে অভিষেক হয়ে যায় মাহিদুল ইসলাম অনিকের।
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন ২৯ রান। প্রথম টেস্টে অভিষেক হওয়া জাকের মাহিদুলের কাছে টেস্ট ক্যাপের মূল্য সম্পর্কে জানতে চান। মাহিদুল বলেন, ‘যখন থেকেই খেলা শুরু করি, তখনই থেকেই ইচ্ছে ছিল। বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় ব্যাপার। আমার আব্বু-আম্মুর স্বপ্ন ছিল আমাকে টেস্ট খেলতে দেখবে, সে কারণে আমি বেশি খুশি। সেটা হতে পেরে আমি খুশি।’
ওয়েস্ট ইন্ডিজে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ছয়ে নেমে জাকের আলী খেলেছেন ৪৮ রানের ইনিংস, সাতে নেমে মাহিদুল ইসলাম ৪১। পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়া এ দুজন মাঠ ছেড়েছেন স্বেচ্ছায়। মাহিদুল জাকেরের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর ৪৮ রানের ইনিংস নিয়ে।
জাকের আলী কী পরিকল্পনায় ব্যাটিং করেছেন জানতে চাইলে, ‘নতুন কন্ডিশনে আমার পরিকল্পনা ছিল উইকেট কেমন আচরণ করে, সেটা সম্পর্কে জানা। উইকেট একটু স্লো ছিল । যখন উইকেট বুঝতে পেরেছি, তখন সেই অনুযায়ী খেলতে শুরু করেছি। আমরা দুজনই ভালো জুটি করতে পেরেছিলাম। আমার মনে হয়, এখানে পরিকল্পনা করে খেলা, পরিস্থিতি যা চায়—সে অনুযায়ী(খেলতে হবে), এখানে বেশি সুইং থাকে, এর জন্য আগে থেকেই প্রস্তুতি ছিল, সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি।’
অ্যান্টিগায় প্রথম টেস্ট আগামী শুক্রবার।
আরও পড়ুন আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ জন