প্রথম টেস্টে ২৮০ রানে পরাজয়

প্রথম টেস্টে ২৮০ রানে পরাজয় বাংলাদেশের

খেলাধুলা
Spread the love

ভারত সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে সেখানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ১৯শে সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হয়েছিল চেন্নাইয়ে। সেটি আজকে সমাপ্ত হয়েছে এবং ফলাফল হলো বাংলাদেশকে ২৮০ রানের পরাজয় বহন করতে হয়েছে।

কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষেও টেস্ট এবং টি-টোয়েন্টিতে জমজমাট লড়াই হবে এমন আশার জাগরণ হয়েছিল। কিন্তু সেই আশা ভেস্তে গেছে, প্রথম টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসেই বাংলাদেশের হার অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৪৯ রানে গুটিয়ে যায়। ভারত বাংলাদেশকে ফলোঅনে না দিয়ে ৫১৫ রানের টার্গেট ছুড়ে দেয়। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত কোনো দল ৫ শতাধিক রান তারা করে জিততে পারেনি। তাই এই ম্যাচটি জিততে গেলে বাংলাদেশকে রীতিমতো ইতিহাস গড়তে হতো। 

ইতিহাস গড়া যে সম্ভব হবে না তা তো জানাই ছিল। কিন্তু ম্যাচটিতে ভালো একটি লড়াই হবে এমন আশা ছিল আগে থেকেই। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেই লড়াই টুকু আর দেখা গেল না। ৬ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আগাতে পারেনি সকালের সেশন পর্যন্ত সময়। ম্যাচ হারতে হয়েছে ২৮০ রানের ব্যবধানে। 

টসে জিতে বাংলাদেশ প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিং করতে নেমে অনেকটা বিপর্যয়ে পড়ে যায় ভারত। দেড়শ রান করতেই খাওয়াতে হয় ৬ টি উইকেট। ভারতের ওই করুণ অবস্থা থেকে টেনে তুলে ৩৭৬ রানের গন্তব্য নিয়ে যান যাদেজা এবং আশ্বিন। সেঞ্চুরি হাকিয়েছেন রবিচন্দ্র আশ্বিন। করেছিলেন ১১৩ রান অন্যদিকে জাদেজা করেছিলেন ৮৬ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৫ উইকেট নিয়েছিলেন। ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট শুরু করে ভারত। আর ১ উইকেট খরচ করে মোট ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে লিড ছিল ২২৭ আর দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করা করা ২৮৭ রান মোট ৫১৪ রান, ৫১৫ রানের টার্গেট নিয়ে ব্যাটিং শুরু করতে হয় বাংলাদেশকে। চতুর্থ দিন ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। কিন্তু থেমে যেতে হয় ২৩৪ রানে। প্রথম টেস্টে পরাজয় স্বীকার করে নিতে হয় ২৮০ রানের ব্যবধান।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে। বাংলাদেশের নজর এখন পরবর্তী ম্যাচের দিকে।

আরোও পড়ুন ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করলো বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *