পলিথিন ব্যাগ নিষিদ্ধ

আগামী পহেলা নভেম্বর থেকে ক্ষতিকর সকল পলিথিন ব্যাগ নিষিদ্ধ

বাংলাদেশ
Spread the love

আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে আয়োজন করা হয় ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন এবং বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান বক্তব্য রাখেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান বক্তব্য দান কালে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের ঘোষণা দেন। তিনি বলেন আগামী পহেলা নভেম্বর থেকে পরিবেশের জন্য ক্ষতিকর সকল ধরনের পলিথিন নিষিদ্ধ করা হলো।

উপদেষ্টা আরো বলেন নভেম্বর মাসের শুরু থেকে আপনারা ক্রেতাকে পলিথিন ব্যাগ দিবেন না। নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন করতে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করব। তিনি বলেন পলিথিন বিরোধী কার্যক্রম পরিচালনার সময় হয়েছে। অভিযান দিয়ে শুরু হবে পলিথিন বিরোধী কার্যক্রম। সতর্ক করা এবং কঠোর হওয়ার সময় অতিক্রম হয়ে গেছে অনেক আগে।

রিজওয়ানা হাসান আরো বলেন আমাদের লক্ষ্য শাস্তি দেওয়া নয়। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, পলিথিন ব্যবহারের এই আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করতে হবে না।

পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আন্তর্জাতিকভাবে পলিথিন ব্যবহার যে ক্ষতিকর তা প্রমাণিত। কিন্তু শুধু ব্যবহার নিষিদ্ধ করলে তো হবে না তার বিকল্প দিতে হবে। পলিথিনের বিকল্প ব্যবহার হিসেবে তিনি উল্লেখ করেন পাট, কাপড় ও কাগজ ব্যবহার করতে হবে। পাট কাপড় ও কাগজ এসবগুলোই পরিবেশের জন্য উপকারী। 

আগামী ১ অক্টোবর থেকে সব ধরনের সুপারশপে পলিথিন ব্যাগ রাখা যাবে না। ক্রেতাকেও কোন পলিথিন ব্যাগ দেওয়া যাবে না। এটি বাস্তবায়ন হলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হই তা নিয়ে একটি অভিজ্ঞতা হবে। পলিথিন ব্যাগের বিকল্প হিসাবে সুপার সবগুলোতে পাট ও কাপড়ের ব্যাগ রাখার কথা বলেন তিনি।

আরো পড়ুন বঙ্গবন্ধু স্যাটেলাইট: বছরে ক্ষতি ৬৬ কোটি টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *