আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অরনির্দিষ্টকালের জন্য ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ বলবৎ করা হয়েছে।একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল রাতে সরকার স্বীদ্ধান্ত নিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে সেই কারফিউর আওতাধীন ছিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া মহানগর বাদে অন্যান্য জেলার ক্ষেত্রে জেলাপ্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
কিন্ত গতকাল বৈষম্যবিরোধী ছাত্ররা সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে। তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এ নিয়ে আজ রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত–সংঘর্ষের ঘটনা ঘটেছে।যার ফলে,আজ সন্ধ্যা থেকে গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশেই কারফিউ বলবৎ করা হয়েছে।