ডাকাতের আক্রমণে নিজ বাড়িতে গুলিবিদ্ধ

ডাকাতের আক্রমণে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা

বিনোদন
Spread the love

অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত হয়েছেন । রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর ডাকাতেরা আজাদকে উদ্দেশ্য করে গুলি করে । গুলিতে  আজাদের পায়ে তিনটি গুলি লাগে। এছাড়া ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান।

আজ বিকেল সাড়ে ৪টায় তপু খান বলেন, ‘আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভোরে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো।’

তিনি আরও  জানান, দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে আজাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর করা হয়। টের পাওয়ার পর চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল বলে জেনেছেন আজাদের পরিবার।

তপু খানের পরিচালনায় ২০১৬ সালে ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজাদকে ।

আরও পড়ুন আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা 

1 thought on “ডাকাতের আক্রমণে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *