সংস্কার ও ভোটার তালিকা নির্বাচনের তারিখ

সংস্কার ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ

বাংলাদেশ
Spread the love

নিউইয়র্কে  জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে আলোচনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, বাংলাদেশের বিভিন্ন সংস্কার ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ড. ইউনূস। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন উচ্চতর কর্মকর্তা এবং জাতিসংঘের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসব আয়োজনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, বিভিন্ন সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.অধ্যাপক ইউনূস।এছাড়া আরো কয়েকটি আয়োজনে অংশ নেন তিনি। এসব অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনি এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র–জনতার অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন।

সংস্কার ও নির্বাচন

সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাসস জানায়, বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তাঁর অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি কমিশন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

রাজনৈতিক দলগুলোও নির্বাচনের সময় ও সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা চাইছে। তবে বিএনপিসহ বিভিন্ন দল সংস্কারের প্রস্তাব তৈরির আগেই এই আলোচনা চেয়েছিল। বিএনপি নির্বাচনী রোডম্যাপ তৈরির তাগিদও দিয়ে আসছে। এই প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গতকাল বলেন, সংস্কার শেষ করে তারপর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, সেটাই প্রধান উপদেষ্টার বক্তব্যে এসেছে। কিন্তু সংস্কার কতটা করা হবে, সে বিষয়েই দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, একদিকে সংস্কার চাওয়া হচ্ছে, একই সঙ্গে দ্রুত নির্বাচনের চাপ দেওয়া হচ্ছে। এ ধরনের পরিস্থিতি সরকারের ওপর একটা চাপ তৈরি করছে।

নির্বাচন–সম্পর্কিত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই সরকার সংস্কার ও নির্বাচন তারিখ ঠিক করবে, সেটাই প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রতীয়মান হয়েছে।

সংস্কার উদ্যোগের প্রশংসা টুর্কের

বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। গতকাল বুধবার ড. ইউনূসের সঙ্গে সংস্থাটির প্রধান ফলকার টুর্কের আলোচনায় ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়ার সংস্কার উদ্যোগের প্রশংসা করেন টুর্ক।

জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশে ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সামগ্রিকভাবে মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অব্যাহত সংস্কারপ্রক্রিয়ার প্রশংসা করেন ফলকার টুর্ক।

ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। নিউইয়র্কে সফরে তিনি ফলকার টুর্ক ছাড়াও জাতিসংঘের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ও  নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন।

সংস্কারে সহায়তার প্রতিশ্রুতি

আইএমএফের প্রধান নির্বাহী সংস্কারের উদ্যোগে সমর্থন জানিয়ে সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আইএমএফ বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে।

প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জর্জিয়েভাকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান সম্পর্কে ব্রিফ করেন। তখন ক্রিস্টালিনা তাঁকে বলেন, ‘এটি একটি ভিন্ন দেশ। এটি বাংলাদেশ ২.০।’

বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যও বৈঠকে উপস্থিত ছিলেন। উপদেষ্টা ফাওজুল কবির খান আইএমএফের প্রধানকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের ‘দুর্গ’ গুঁড়িয়ে দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *