গাজা

গাজার ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য: জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক
Spread the love

গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন নতুন কিছু নয়। কিন্তু এর মাত্রা সব সময় সমান নয়। বর্তমানে গাজায় ভয়াবহ আগ্রাসন চলছে। আন্তোনিও গুতেরেস যিনি জাতিসংঘের মহাসচিব বলেছেন ফিলিস্তিনির গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন ইজরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর কথা বলতে চাইলেও তিনি কথা বলেননি। গুতেরেস এসব কথা বলেছেন রয়টার্স কে দেওয়া এক সাক্ষাৎকারে গত বুধবারে। 

প্রায় ৩০০ জন ত্রাণ কর্মী মারা গেছেন গাজায় যাদের দুই-তৃতীয়াংশই জাতিসংঘের কর্মী বলে উল্লেখ করেন সংস্থাটি। এক স্থানীয় কর্মকর্তা জানান গাজা এ পর্যন্ত প্রায় ৪১ হাজার এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন। 

গুতেরেস উল্লেখ করেন তিনি আমার ফোন ধরেননি তাই তার সঙ্গে কথা বলতে পারিনি। নিতানিয়াহুর সঙ্গে কথা না বলা সম্পর্কে প্রশ্ন করলে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। তিনি আরো উল্লেখ করেন নেতানিয়াহুর সঙ্গে কথা না বলার কোনো কারণ নেই। তিনি (নেতানিয়াহু) যদি দুই সপ্তাহ পরে জাতিসংঘের সাধারণ বৈঠকের সময় কথা বলতে চান তখনও তিনি কথা বলতে রাজি আছেন। 

তিনি বিশৃঙ্খল একটি পরিবেশ হিসেবে বর্তমান বিশ্বে পৃথিবীর অবস্থাকে উল্লেখ করেন। এই পরিস্থিতিতে গাঁজা এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আরোও পড়ুন আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের স্বাক্ষর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *