কোটা সংস্কার আন্দোলনে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সহিংসতায় অনেকে সারা জীবনের জন্য পঙ্গু বা প্রতিবন্ধী হয়ে পড়েছেন। সংঘর্ষ-সহিংসতায় কারও হাত অথবা পা কাটা গেছে। তাঁদের সর্বোচ্চ মানের কৃত্রিম হাত ও পা দিতে হবে।
আহত এসব মানুষের কারও পা অথবা হাত কেটে ফেলতে হয়েছে। এ ধরনের প্রতিবন্ধিতার শিকার ২০ বছরের কম তাঁদের অর্ধেকের বয়স এবং অধিকাংশ মানুষ নিম্নবিত্ত পরিবারের। ।
তাঁদের একজন আল আমিন। আল আমিনের বয়স এখনো ১৭ বছর পার হয়নি। সে পাবনার ধোবাখোলা করোনেশন নাটিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। তার বাবা ঢাকায় অটোরিকশা চালান, থাকেন রাজধানীর বাড্ডা এলাকায়। স্কুল বন্ধ থাকায় আল আমিন ঢাকায় বাবার কাছে চলে এসেছিল। ৫ আগস্ট বিকেলে মেরুল-বাড্ডা এলাকায় বিজয় মিছিলে সেও অংশ নিয়েছিল। মিছিলের ওপর গুলি চলে। অনেকের সঙ্গে সেও গুলিবিদ্ধ হয়। জীবনের ঝুঁকি কমাতে চিকিৎসকেরা তার বাঁ পা কেটে ফেলেছেন। এখন তার চিকিৎসা চলছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিএই কিশোরের সঙ্গে কথা হয় গত ২৪ আগস্ট। মুখে হাসি নিয়ে ঘটনার বর্ণনা করে সে। কথা বলতে বলতে হঠাৎই বিমর্ষ হয়ে পড়ে সে।
আল আমিন বলে, ‘ডাক্তার হবার ইচ্ছা ছিল, মনে হয় পারব না।’আমার ভাগ্যে যা আছে হবার তা-ই হবে’ চোখের জল মুছতে মুছতে বলে, । আল আমিনসহ ওই দিন পঙ্গু হাসপাতালে ৯ জন ভর্তি ছিলেন, যাঁদের কোনো একটি পা কাটা। কারও ডান পা, কারও বাঁ পা। হাসপাতালের পরিচালকের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চারজনের হাত কেটে ফেলতে হয়েছে। বাঁ পা অথবা ডান পা কাটতে হয়েছে ১৬ জনের ।
আন্দোলনে আহত মাইনুল ইসলাম নামের এক ব্যবসায়ীর হাত কেটে ফেলতে হয়েছিল, কিন্ত পরে সংক্রমণ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান।
আহত প্রায় সবাই নিম্নবিত্ত
তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে ১০ জনের বয়স ২০ বছরের আর ৩০ বছরের মধ্যে ৯ জনের বয়স ২০ । বয়স ৪৫ বছর যার তিনি মারা গেছেন।
অঙ্গ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচজন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এর মধ্যে আছেন মামুন মিয়া, রাজু, নাদিম, আরাফাত ও মোস্তাকিন। তবে প্রতিবন্ধী হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাঁদের মধ্যে আছে আল আমিন, ইমরান, তামিম, জুনায়েদ , আলী আহসান, রাইমুল ইসলাম, মেরাজুল ইসলাম, । আকাশ কাজ করতেন মিষ্টির দোকানে,, রাকিব কাজ শেখা শুরু করেছিলেন সেলুনে,মোরসালিন কাজ করতেন হোটেলে । এছাড়া ছোট চাকরি করতেন আতিকুল,জাকির শিকদার ও মোহাম্মদ হোসেন আহম্মদ।
দেওয়া হবে কৃত্রিম হাত-পা
আহত ব্যক্তির পরিবার ও চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিবন্ধী হয়ে পড়া ব্যক্তিদের কৃত্রিম হাত-পা দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক কাজী শামীম উজ্জামান বলেন, ‘কৃত্রিম পা লাগানো ব্যক্তি হাঁটাচলা করতে পারবেন, বসতে পারবেন। কৃত্রিম হাত লাগানো ব্যক্তি জিনিসপত্র ধরার কাজ করতে পারবেন। কিন্তু হাত দিয়ে সূক্ষ্ম কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যাবে।’
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃত্রিম হাত ও পায়ের দামে তারতম্য আছে। ২-৩ লাখ টাকা থেকে দাম ৭০-৭৫ লাখ টাকা পর্যন্ত। কৃত্রিম হাত বা পায়ের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁরা জানান, বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ কৃত্রিম হাত-পা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
ব্র্যাকের স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচির প্রধান শাহীনুল হক বলেন, হাঁটুর ওপর থেকে কাটা পায়ের প্রতিটির জন্য কৃত্রিম পায়ের খরচ পড়বে ৬-৭ লাখ টাকা। আর হাঁটুর নিচ থেকে কাটা পায়ের জন্য কৃত্রিম পায়ের খরচ সাড়ে ৩ লাখ টাকা। আর কৃত্রিম হাতের জন্য খরচ পড়বে সাড়ে ৩ লাখ টাকা।
আন্দোলনে হাত বা পা বা অঙ্গ হারানো কেউই আর কখনো স্বাভাবিক জীবন ফিরে পারবেন না। তাঁরা আর আগের মতো স্বাভাবিক হয়ে কাজ করতে পারবেন না। পাশাপাশি তাঁদের প্রত্যেকের মানসিক স্বাস্থ্য গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা তাদের আগামী দিন কে কঠিন করে দেবে। তাঁদের বাকি জীবন অন্যের ওপর নির্ভরশীল থেকে কাটানোর ঝুঁকি দেখা দিয়েছে।
ছাত্র আন্দোলনে আহতদের নিয়ে একটি গবেষণার কাজ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, ‘অনেকের জীবন বা অঙ্গের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। যে কৃত্রিম হাত বা পা আহতদের দেওয়া হবে, তা যেন সর্বোচ্চ মানের হয়, সেগুলো পেয়ে যেন অন্তত মনে হয় একটি প্রতিদান তাঁরা পেয়েছেন। এছাড়া তাঁদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সহায়তা দিতে হবে। পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের সহজ ব্যবস্থা করতে হবে যেন পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যাপারটি নীতিনির্ধারকরা তাদের মাথায় রাখতে পারে।’