বাংলাদেশ সময় শুক্রবার রাতে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এই খবর জানিয়েছে বিবিসি। বিধ্বস্ত বিমানটিতে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্লু ছিলেন। ধারণা করা হচ্ছে ,ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬২ আরোহীর কেউ বেঁচে নেই বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।
ব্রাজিলের ভোয়েপাস এয়ারলাইন জানিয়েছে, উড়োজাহাজটি ৫৮ জন যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাচ্ছিল। মাঝ পথে ভিনহেদো আবাসিক এলাকায় উড়োজাহাজটি ভূপতিত হয়।
ব্রাজিলের টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হয়েছে, একটি বড় জায়গাজুড়ে আগুন ধরে যায় এবং ঘরবাড়ি ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হতে থাকে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ,উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ মাধ্যমে জানা যায়, দুই ইঞ্জিনবিশিষ্ট ও টার্বাইনযুক্ত ওই প্লেনটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে চিকিৎসা দানে নির্দেশ দেওয়া হয়েছে।।