আসন্ন বাংলাদেশের পাকিস্তান সফরের জন্য দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা সর্বশেষ গত বছর টেস্টে অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্ব দেওয়া শান মাসুদই থাকছেন অধিনায়কের দায়িত্বে।সহ-অধিনায়ক পরিবর্তন করা হয়েছে, সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিলকে।
সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও পেসার শাহিন শাহ আফ্রিদি শেষ পর্যন্ত টেস্ট দলে আছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, শাহিন শাহ আফ্রিদির ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট ঠিক রাখতেই তাকে সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত বছরের অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলের ১৩ জন ক্রিকেটার জায়গা ধরে রেখেছেন বাংলাদেশ সিরিজে। এছাড়া নতুন যারা স্কোয়াডে এসেছে মোহাম্মদ হুরাইরা, কামরান গুলাম ও মোহাম্মদ আলী তারা সবাই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন।
এক বছরের বেশি সময় পরে টেস্ট দলে ফিরেছেন নাসিম শাহ। সর্বশেষ অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন ইমাম–উল–হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খান।আর চোটের কারণে নেই তারকা পেসার হাসান আলী এবং ওয়াসিম আলী জুনিয়র।
বাংলাদেশের পাকিস্তান যাওয়ার সম্ভাব্য সূচি ৯ আগস্ট। কিন্তু দেশের বর্তমান অস্থিরতা পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে গেছে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুই টেস্ট ম্যাচের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, করাচিতে হবে দ্বিতীয়টি ৩০ আগস্ট।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক),, আবরার আহমেদ, বাবর আজম,আবদুল্লাহ শফিক, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল,মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব।