সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েক দিন ধরে চলা সহিংসতা বা নাশকতার অভিযোগে গ্রেপ্তার উচ্চমাধ্যমিকের কারাগারে থাকা ৪২ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেলেন ।আজ শুক্রবার এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন । ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)রশিদুল আলম।
শিক্ষার্থীদের আইনজীবী সাইদুল ইসলাম আজ শুক্রবার বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ৩৩টি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া ৪২ জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কারাগারে ছিল। গ্রেফতারকৃত শিক্ষার্থীদের জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিজ্ঞ আদালত শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন।এবং একই সঙ্গে জামিন পাওয়ায় এই শিক্ষার্থীরা যেন অতিদ্রুত কারাগার থেকে মুক্তি পান,তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
উল্লেখ্য, ১লা আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু বলেন, শিক্ষার্থীদের জামিনের ক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করতে হবে। জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।