এশিয়া কাপ

এশিয়া কাপ ফাইনালঃ ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার ইতিহাস।

খেলাধুলা সর্বশেষ
Spread the love

 শ্রীলংকায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ-২০২৪, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। নারীদের এশিয়া কাপে লঙ্কানদের এইটাই প্রথম শিরোপা। গত আসরেও ভারতের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল শ্রীলংকা।

 

ফাইনালে ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ফেবারিট ছিল ভারতই। কিন্তু দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে গ্যালারি ভর্তি লঙ্কান দর্শকদের উৎসবে মাতিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা।

টসে জিতে ভারতের মেয়েরা ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৬ ইউকেট হারিয়ে ১৬৫ রান করেন।মান্ধানা ৬০, রিচা ৩০,  জেমিমা ২৯ রান করেন।শ্রীলংকার পক্ষে কাভিশা ২ইউকেট নেন।

ভারতের ১৬৫ রানের জবাবে হার্শিতা ৬৯*, আতাপাত্তু ৬১, কাভিশা ৩০* রানের অনবদ্য ইনিংসে ৮ ব০ল হাতে রেখেই ৮ ইউকেটের বিশাল জয় লাভ করে শিরোপা উদযাপন শুরু করে শ্রীলংকার মেয়েরা।

মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট মানেই ভারতের আধিপত্য। ২০১৮ সালে বাংলাদেশের ঐতিহাসিক জয় বাদ দিলে এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতীয় নারী দলের ধারেকাছে কেউ ছিল না।আর এই বার স্বাগতিক শ্রীলংকার মেয়েরা ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *