প্যারিস অলিম্পিক

প্যারিস অলিম্পিকঃকাজাখস্তানের প্রথম পদক, প্রথম স্বর্ণ চীনের।

খেলাধুলা সর্বশেষ
Spread the love

অলিম্পিক ইভেন্টে সোনা জয়ই যেকোনো দেশ বা খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ অর্জন। আনুষ্ঠানিক উদ্বোধনের পরের দিন নিষ্পত্তি হলো প্যারিস অলিম্পিকসের প্রথম সোনার পদকের। শনিবার ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে তুমুল লড়াইয়ের পর স্বর্ণ পদক জিতে নেয় চীন। কিন্তু চীনের সোনা জয়ের আগেই একই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়ে মাইলফলক করে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান প্যারিস অলিম্পিকের প্রথম পদক লাভ করে । আজ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টের মাধ্যমে এমনই এক মাইলফলক ছুঁয়েছে কাজাখস্তান। একই ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম সোনা জিতেছে চীন।ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া ও চীন। ১৬-১২ পয়েন্ট ব্যবধানে জিতে বাজিমাত করে চীনের লিহাও শেং-টিং উ হুয়াং জুটি।

সর্বশেষ ১৯৯৬ সালের পর অলিম্পিকসে এই প্রথম শুটিং থেকে কোন পদক পেল কাজাখস্তান।

জার্মানির মিউনিখ অলিম্পিকস থেকে গেমসের প্রথম পদকের নিষ্পত্তি হচ্ছে শুটিং ইভেন্টে যা ছিল ১৯৭২ সালে। ২০২৪ সালে প্যারিসেও বজায় থাকল সেই ধারাবাহিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *