শাফিন আহমেদ

চিরবিদায় ব্যান্ড তারকা শাফিন আহমেদ

বিনোদন
Spread the love

চিরবিদায় ব্যান্ড তারকা শাফিন আহমেদ  বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এর তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

 ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি শাফিন আহমেদের জন্ম । বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম।   সংগীত পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ ও তার ভাই হামিন আহমেদ গানের ভেতরেই বড় হন।দুই ভাই শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।

বড় ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে বাংলাদেশে ব্যান্ডসংগীত শুরু করেন।দেশের জনপ্রিয় ব্যান্ড দল।

মাইলস গড়ে তোলেন। যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনো। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন।

শাফিন আহমেদ কিছু দিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেও আলোচনা সৃষ্টি করেছেন।

বাংলাদেশের সঙ্গগীতে তুমুল জনপ্রিয় গান ‘আজ জন্মদিন তোমার’  ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে।

শাফিন আহমেদের মৃত্যুতে দেশের সংগীত অংজ্ঞনে শোকের ছায়া নেমেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *